দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ, চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: যশোরে মতবিনিময় সভায় খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা

আবু সাইদ শওকত আলী,খুলনা বিভাগীয় প্রধান:

দেশে বর্তমানে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মজুদ আগের যেকোনো

সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি—এমনটি জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম

মজুমদার। তিনি বলেন, চলতি মৌসুমে বোরো ধানের ভালো উৎপাদন হওয়ায় বাজারে চালের দাম দ্রুতই সহনীয় পর্যায়ে ফিরে আসবে।

শনিবার (৫ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য

সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্য উৎপাদনে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন
খাদ্য উপদেষ্টা আরও জানান, খুলনা বিভাগের ১০টি

জেলায় চলতি বোরো মৌসুমে ধানের উৎপাদন নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। ইতোমধ্যে

ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে ৭২ শতাংশ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, “সরকার নির্ধারিত সময়সীমার

মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। এই সফলতা দেশের খাদ্য

নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সরকারি ক্রয়ের প্রভাব ও মূল্য নিয়ন্ত্রণ উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, সরকার নির্ধারিত মূল্যে

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে, যার ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য

অনেকটাই নিয়ন্ত্রিত। এতে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি বাজারেও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হচ্ছে।

সভায় গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতি মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ

সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,খাদ্য

অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসানাত হুমায়ুন কবির,যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম,যশোর অঞ্চলের

অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস

যশোর জেলা খাদ্য উপপরিচালক মোশাররফ হোসেন
এছাড়াও খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক

এবং খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় খাদ্য নিরাপত্তা জোরদার, সংগ্রহ প্রক্রিয়ায়

স্বচ্ছতা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও চলমান বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রসঙ্গত:
২০২৫ সালের বোরো মৌসুমে সারাদেশে রেকর্ড পরিমাণ ধান উৎপাদনের খবর পাওয়া যাচ্ছে। কৃষি

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২ কোটি ১০ লাখ টন।

উৎপাদিত চালের একটি বড় অংশ সরকার নির্ধারিত মূল্যে সংগ্রহ করে দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করছে।

উপসংহার: খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মতবিনিময়

সভা দেশের দক্ষিণাঞ্চলের খাদ্য পরিস্থিতি সম্পর্কে

একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। চলমান সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বাজারে চালের সরবরাহ

বাড়বে এবং ভোক্তাদের জন্য মূল্য সহনীয় রাখা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *