যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ স্বামীকে ভিডিও পাঠিয়ে চাঁদাদাবি, মণিরামপুরের জাফর আটক

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

যশোরের ঝিকর গাছা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে সেই ভিডিও স্বামীকে পাঠিয়েছেন

দূরসম্পর্কের এক আত্মীয়। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার

হুমকি দিয়ে তিনি ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেছেন। শেষ রক্ষা হয়নি তার।

অভিযুক্তকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক জাফর ইকবাল মণিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে।

ধর্ষণের ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামে।

ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী

আড়াই বছর ধরে বিদেশে রয়েছেন। তিনি চার সন্তান নিয়ে গ্রামে বসবাস করেন। আটক জাফর তার

দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় তাদের বাড়িতে যাতায়াত ছিল।
গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাফর বাড়িতে আসেন। সে সময় বাড়িতে কেউ না থাকায় জাফর তাকে ধর্ষণ

করেন এবং গোপনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ভিডিও স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে

আরও একাধিকবার তাকে ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে পাঁচ লাখ টাকা দাবি করে এবং হুমকি দেন

টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবেন।
গত ১৩ ও ১৪ মে অভিযুক্ত জাফর বিভিন্ন মাধ্যমে সেই ছবি ও ভিডিও ভুক্তভোগীর স্বামীসহ ঘনিষ্ঠ

আত্মীয়দের কাছে পাঠিয়ে টাকা দাবি করেন। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে গৃহবধূ থানায় অভিযোগ করেন।
ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, প্রাথমিকভাবে

অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঝিকরগাছা বাজার থেকে জাফর ইকবালকে আটক করা হয়। আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *