শৈলকুপায় বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত উৎসবে ভক্তদের ঢল

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

শৈলকুপা উপজেলায় আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে শতবর্ষী ঐতিহ্যবাহী এই উৎসবে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।

বিকাল ৩টায় শৈলকুপা নগরপাড়া এলাকার জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। সুসজ্জিত রথে শ্রীজগন্নাথ,

সুভদ্রা ও বলরামের বিগ্রহ স্থাপন করে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ হাজারো ভক্ত।

রথ টানতে টানতে অনেকেই মন্ত্রোচ্চারণ ও কীর্তনে অংশ নেন। ভক্তদের বিশ্বাস রথ টানলে পুণ্য লাভ হয় এবং জীবনে শান্তি আসে।

রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে তিনদিনব্যাপী মেলা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রয়েছে প্রসাদ বিতরণ,

ধর্মীয় আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসব নির্বিঘ্ন রাখতে শৈলকুপা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিন্দু কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দা অজিত কুমার দাস বলেন, প্রতি বছর রথযাত্রা আমাদের ঐতিহ্য ও ধর্মীয় চেতনার প্রতীক। সকল ধর্মের মানুষ

একত্রিত হয়ে এখানে অংশ নেন, যা আমাদের সম্প্রীতির দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *