জীবননগরে কৃষি কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা, আবেগঘন পরিবেশে অশ্রুসিক্ত সহকর্মীরা

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বদলি, পদোন্নতি ও অবসরজনিত কারণে

বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫জুলাই)

উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াছিন আলী।

বিদায়ী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত

ছিলেন,পদোন্নতিজনিত অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব আরিফ হোসেন, বদলি হওয়া কৃষি সম্প্রসারণ

কর্মকর্তা মো. উদয় রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ,

উচ্চমান সহকারী উজ্জ্বল পাল এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিদায়ী সহকর্মীদের উদ্দেশ্যে আবেগঘন স্মৃতিচারণ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম, মো. মোরশেদ বিল্লাহ, মো. শামীম কবির,

মো. দেলোয়ার হোসেন, মো. আমানুর রহমান, মো. আজিজুল ইসলাম, অফিস সহকারী মো. তরিকুল ইসলাম, মো. মিন্টু প্রমুখ।

স্মৃতিচারণমূলক বক্তব্য দিতে গিয়ে অনেকে

অশ্রুসিক্ত হয়ে পড়েন, কেউ কেউ আবেগে বাকরুদ্ধ হয়ে যান। পরিবেশটি হয়ে ওঠে আবেগ ও ভালোবাসা মাখা একটি হৃদয়ছোঁয়া মুহূর্ত।

বিদায়ী কর্মকর্তা আরিফ হোসেন বলেন, “জীবননগরই আমার চাকরি জীবনের প্রথম কর্মস্থল। এখানকার

মাঠ, কৃষক ও সহকর্মীদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য ছিল শিখন ও অনুপ্রেরণার উৎস।

এ অভিজ্ঞতা আমি সারাজীবন হৃদয়ে ধারণ করবো।”

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা, উপহার ও শুভকামনা জানানো হয়।

একইসঙ্গে তাদের নতুন কর্মস্থলে সাফল্য কামনা করে দোয়া করা হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, এমন আন্তরিকতা ও সম্মান প্রাপ্তি বিদায়ী কর্মকর্তাদের

পেশাগত জীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধের বন্ধন আরও দৃঢ় করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *