নাম ভাঙিয়ে মাদক ও চাঁদা দাবি, প্রতিবাদ করায় জীবননগরে যুবদল নেতা ঠিকাদার প্রতিষ্ঠানে হামলা বাপ-বেটাকে পিটিয়ে মারাত্মক জখম

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নাম ভাঙিয়ে মাদক ও চাঁদা দাবির অভিযোগ এবং সেই ঘটনায় প্রতিবাদ

করায় যুবদল নেতা গাজী জাহিদ ও তার বাবা নুর ইসলাম গাজী মারধরের শিকার হয়েছেন। সোমবার

(৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার

নারায়ণপুর মোড়ে জাহিদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘জাহিন এন্টারপ্রাইজ’-এ এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, জীবননগর উপজেলা যুবদলের নেতা গাজী

জাহিদের নাম ব্যবহার করে কয়েকদিন ধরে ৪ নম্বর ওয়ার্ডের কিরণ এবং লক্ষ্মীপুর এলাকার সামিউল

ওরফে মান্টু স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে মাদক এবং চাঁদার দাবি করে আসছিলেন।

এর মধ্যে কিরণ ও উজীর নামে দুজনের কাছে সরাসরি গাজী জাহিদের নাম ব্যবহার করে চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে।

বিষয়টি জানতে পেরে গাজী জাহিদ সোমবার সকালে

অভিযুক্ত মান্টুকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে পাঠান। সেখানে মান্টু তার চাঁদা ও মাদক দাবির

বিষয়টি স্বীকার করলে জাহিদ উত্তেজিত হয়ে তাকে দু’টি থাপ্পড় দেন।

কিছুক্ষণ পর, মান্টু তার ভাই আলামিনসহ আরও ৭-৮ জন সহযোগীকে নিয়ে দেশীয় অস্ত্রসহ ‘জাহিন এন্টারপ্রাইজ’-এ এসে হঠাৎ হামলা চালায়।

তারা গাজী জাহিদকে বেধড়ক মারধর করেন। তার চিৎকারে তার বাবা নুর ইসলাম গাজী ছেলেকে

বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

পরে স্থানীয়রা বিষয়টি জীবননগর থানা-পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গাজী জাহিদ ও তার বাবাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কিভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে

একদল লোক শহরের বুকে হামলা চালাতে পারে এবং দীর্ঘ সময় ধরে ওই এলাকায় তাদের দাপট অব্যাহত থাকে।

এ বিষয়ে অভিযুক্ত সামিউল ওরফে মান্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, “ঘটনার খবর পেয়ে সঙ্গে

সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এখনো

লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে ভুক্তভোগী গাজী জাহিদ বলেন,“আমার নামে চাঁদাবাজি ও মাদকের মতো জঘন্য কাজ

চালানোর প্রতিবাদ করায় আজ আমার ওপর ও আমার বাবার ওপর হামলা হয়েছে। আমি এ ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ আশা করছি।”

জেলা যুবদলের একাধিক নেতাও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *