নারীরা শুধু ঘর নয়, রাষ্ট্রও সামলায় আখাউড়ায় আফরোজা আব্বাস

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “নারীরা কেবল

গৃহস্থালি নয়, রাষ্ট্র পরিচালনায়ও ভূমিকা রাখতে জানে। তারা সন্তান জন্ম দেয়, পরিবার গড়ে তোলে,

সমাজ গঠনে ভূমিকা রাখে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামেও পিছিয়ে থাকে না।”

তিনি বলেন,“একজন নারী ঘরের পাশাপাশি দেশের প্রয়োজনে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে জানে।

এটাই আমাদের রাজনৈতিক শক্তির ভিত্তি।”

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে

অনুষ্ঠিত বিএনপি আয়োজিত এক জনসভা ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কবীর আহমেদ ভূঁইয়া

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মহিলা দল ও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

হেলেন জেরিন খান, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, সাধারণ সম্পাদক

শামীমা বাছির স্মৃতি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা

বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর

বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার খান, উপজেলা মহিলা দলের সভাপতি

অন্তরা চৌধুরী—সবাইই নারীদের রাজনৈতিক জাগরণ, সাংগঠনিক ভূমিকা এবং গণতন্ত্র

পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।

সমাবেশটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম ভূঁইয়া

তিনি নারীদের রাজনৈতিক অংশগ্রহণকে ভবিষ্যতের আন্দোলনের মূল চালিকা শক্তি বলে অভিহিত করেন।

দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি,ঘর ও রাষ্ট্র পরিচালনায় নারীদের

ক্ষমতায়ন কেবল সামাজিক নয়, রাজনৈতিক দাবিও,তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই

গণতান্ত্রিক উত্তরণে বিএনপির রূপরেখা,মহিলা দলের সাংগঠনিক শক্তি গোটা দেশে বিস্তার লাভ করছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের নারী সমাবেশগুলো নারীদের রাজনীতিতে সক্রিয়

সম্পৃক্ততা এবং নেতৃত্বে অংশগ্রহণকে আরও ত্বরান্বিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *