শৈলকুপায় মাহিন টেলিকমে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিবেদক:-

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার চৌরাস্তা মোড়ে আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোরে ভয়াবহ

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার জনপ্রিয় মোবাইল সার্ভিসিং ও বিক্রয়

প্রতিষ্ঠান ‘মাহিন টেলিকম’। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানের মূল্যবান মালামাল, মোবাইল ফোন

ও মেরামতের যন্ত্রাংশ। এতে আনুমানিক ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক মিলন জোয়ার্দার।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকের তথ্যমতে, সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে

ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দোকানটি তখন বন্ধ

থাকলেও ভেতরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা প্রথমে পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন

নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদস্যরা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আশপাশের অন্যান্য দোকান

ও বসতবাড়ি রক্ষা পেয়েছে। সময়মতো আগুন নেভানো সম্ভব না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারতো।

মাহিন টেলিকমের মালিক মিলন জোয়ার্দার বলেন,সকালবেলা খবর পেয়ে দোকানে এসে দেখি

কালো ধোঁয়া বের হচ্ছে। শাটার খুলেই দেখি আগুন লেগে সব কিছু পুড়ে যাচ্ছে। দোকানে থাকা বেশ

কয়েকটি নতুন ও পুরনো মোবাইল ফোন, সার্ভিসিং টুলস, চার্জার, ব্যাটারি, মোবাইল এক্সেসরিজ—সব শেষ।

তিনি দাবি করেন, এই অগ্নিকাণ্ডে তার কমপক্ষে ৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি

প্রশাসনের সহযোগিতা ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

স্থানীয় প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে কিনা, তা জানা যায়নি। তবে

ব্যবসায়ীদের দাবি, এমন দুর্ঘটনা প্রতিরোধে মার্কেট এলাকায় বিদ্যুৎ সংযোগের মানোন্নয়ননিরাপত্তা ব্যবস্থার জোরদার প্রয়োজন।

এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিনিয়ত ছোট ব্যবসায়ীদের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলছে। সময়মতো

ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সরকারি সহযোগিতা প্রদান এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *