শাল্লায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গঞ্জেরখবর ডেস্ক:-

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ের শৌচাগার থেকে পিপলু সরকার (৩৫)

নামের এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত পিপলু সরকার উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের চিত্তরঞ্জন

সরকারের বড় ছেলে। তিনি শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে দীর্ঘদিন ধরে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস ভবনের ভেতরে শৌচাগারের দরজার সঙ্গে নিজের পরনের শার্ট দিয়ে

গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো

হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে

ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো

হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সন্দীপন মজুমদার বলেন,

“ঘটনাটি আমি অফিস শেষে জানতে পারি। এটি ব্যক্তিগত কোনো ঘটনা হতে পারে। অফিস সংক্রান্ত কোনো বিষয় বলে মনে হচ্ছে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস জানান, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।”

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *