গঞ্জেরখবর ডেস্ক:-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫নং কাছেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে দীর্ঘদিনের অবহেলিত কাঁচা
রাস্তাটি অবশেষে সংস্কার হয়েছে স্থানীয়ভাবে। সরকারি বরাদ্দ বা কোনো দপ্তরের সহায়তা ছাড়াই,
নিজস্ব অর্থায়নে এ কাজটি বাস্তবায়ন করেছেন জামায়াতপন্থী কয়েকজন স্থানীয় নেতা।এতে এলাকায় বইছে স্বস্তি ও প্রশংসার সুর।
গ্রামবাসীদের ভাষ্যমতে, কাঁচা রাস্তাটি বছরের বেশিরভাগ সময়ই চলাচলের অনুপযোগী ছিল।
বর্ষায় কাদা ও জলাবদ্ধতায় বিশেষ করে শিশু, বৃদ্ধ, রোগী ও কৃষকদের চলাচল কঠিন হয়ে উঠত। ধান
কাটার মৌসুমে কৃষকদের ফসল পরিবহনেও চরম ভোগান্তি হতো।
স্থানীয় জামায়াত নেতা মোঃ জুলকারনাইম বলেন,সরকারি কোনো উদ্যোগ বা বরাদ্দ না আসায়
আর বসে থাকা যায়নি। আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিই, নিজের খরচে অন্তত রাস্তাটির ব্যবহার উপযোগী সংস্কার করব।”
তিনি জানান, প্রায় ৪০০ ফুট রাস্তা মাটি, বালি ও ইট ফেলে সমান করা হয়। এতে ব্যবহৃত হয় ভাড়াকৃত
ট্রাক, স্থানীয় শ্রমিক এবং স্বেচ্ছাসেবীদের সহায়তা।
গ্রামের শিক্ষার্থী মোঃ ইকতিয়ার হোসেন
বলেন,আগে স্কুল যেতে জুতা খুলে হাঁটতে হতো। এখন শুকনো পায়ে ক্লাসে যেতে পারি।
স্থানীয় প্রবীণ আবু বক্কার সিদ্দিক বলেন,এটা দল-মতের বিষয় নয়, এটা মানুষের জন্য কাজ। রাস্তাটি আমাদের সবার, এবং এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
স্থানীয়রা জানান, রাস্তাটির অবস্থা সম্পর্কে বহুবার ইউনিয়ন পরিষদে আবেদন জানানো হলেও কোনো বরাদ্দ বা ব্যবস্থা নেওয়া হয়নি।
ফলে নিজেরাই উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন তারা। এতে করে স্থানীয় প্রশাসনের দায়সারা মনোভাব
নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক মতাদর্শ
যাই হোক, জনস্বার্থে নেওয়া এমন উদ্যোগ স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ধর্মপাড়া গ্রামের এই প্রয়াস একটি শক্তিশালী বার্তা দেয়—জনগণের সমস্যা সমাধানে শুধু সরকারি
সহযোগিতার অপেক্ষা না করে নিজস্ব উদ্যোগেও পরিবর্তন আনা সম্ভব।