জীবননগরে তুলা চাষে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ ৯০০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

জীবননগর অফিস:-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে ও উৎপাদন বৃদ্ধি

করতে ৯০০-এর বেশি কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করেছে তুলা উন্নয়ন

বোর্ড। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। সভাপতিত্ব করেন

তুলা উন্নয়ন বোর্ড, যশোর অঞ্চলের উপপরিচালক ড. মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, তুলা উন্নয়ন বোর্ডের কীট-পতঙ্গ বিশেষজ্ঞ ড.

মো. তাসদিকুর রহমান ও মেহেরপুর জেলার তুলা উন্নয়ন কর্মকর্তা মো. এজাজুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ। সহায়তায়

ছিলেন জীবননগর কটন ইউনিট অফিসার মো. সাইফুল ইসলাম।

প্রণোদনা প্যাকেজ হিসেবে প্রত্যেক কৃষককে দেওয়া হয় ৬০০ গ্রাম তুলার বীজ, ৫০ কেজি টিএসপি সার,

৫০ কেজি এমওপি সার, ২৫ কেজি ইউরিয়া সার, ২ কেজি বোরন সার এবং প্রয়োজনীয় পরিমাণ কীটনাশক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তুলা চাষে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হলেও ফলন ভালো হলে লাভ

বেশি হয়। প্রতি বিঘা জমিতে গড়ে ৬০ থেকে ৭০ হাজার টাকার তুলা উৎপাদন সম্ভব।

তারা জানান, সরকার তুলা চাষে কৃষকদের আগ্রহী করতে নানাবিধ কর্মসূচি ও প্রণোদনা বাস্তবায়ন করছে।

তারা আরও বলেন, তুলা বিক্রিতে কোনো সমস্যা নেই। সূতা উৎপাদনকারী মিল মালিকরা সরাসরি

কৃষকের বাড়ি থেকেই তুলা সংগ্রহ করেন, ফলে কৃষকদের বাড়তি কোনো খরচ বা ভোগান্তি পোহাতে

হয় না। তুলার গাছও জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী, যা কৃষকদের জন্য বাড়তি সুবিধা।

উপকরণ নিতে আসা কৃষকরা বলেন, তুলা চাষে লাভের পরিমাণ ভালো, পরিচর্যার খরচ কম এবং বাজারে সহজে তুলা বিক্রি করা যায়।

সরকারের এমন উদ্যোগ কৃষকদের তুলা চাষে আগ্রহী করে তুলছে বলেও জানান তারা।

তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, এই প্রণোদনা কার্যক্রম চলমান থাকবে এবং আগামীতেও কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে।

এতে তুলা উৎপাদন যেমন বাড়বে, তেমনি দেশে তুলা আমদানির উপর নির্ভরশীলতাও কমবে বলে আশা প্রকাশ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *