জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের এক যুবক ফেনসিডিলের চালান পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার
অপরাধে ৭ বছর পর ওই যুবককে মারপিট করে তার ব্যবহৃত পালসার মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়ার
অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জীবননগর -দত্তনগর সড়কের
এনজেএনএম অটো রাইস মিলের সামনে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় ভুক্তভোগী যুবক জুয়েল হোসেন একটি লিখিত অভিযোগ করেছেন।
জীবননগর উপজেলা শহরের শাপলাকলিপাড়ার আরফান আলীর ছেলে জুয়েল হোসেন(২৬) লিখিত অভিযোগে জানান, “২০১৮ সালে জীবননগর থানা পুলিশ
একটি ফেনসিডিলের চালান আটক করে। সেই চালান আটক অভিযানে আমি পুলিশকেসহায়তা করেছিলাম।
এই কারণেই আমাকে টার্গেট করে হুমকি দিয়ে আসছিল উপজেলা শহরের আশতলাপাড়ার জলিলের ছেলে রাসেল।
এদিকে বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার
দিকে জীবননগর-দত্তনগর সড়কের পাশে অবস্থিত এনজেএমএ অটো রাইস মিলের সামনে জনৈক
রহিমের চায়ের দোকানের সামনে জুয়েল হোসেনকে পেয়ে অভিযুক্ত রাসেল ও তার সহযোগীরা প্রকাশ্যে
কিল-ঘুষি মেরে তাকে মারধর করে এবং তার ব্যক্তিগত পালসার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৪৩-২৮৩৭),ছিনিয়ে নেয়।
জুয়েল অভিযোগ করে বলেন, “রাসেল দাবি করছে যে, সেই সময় ফেনসিডিলের চালান ধরিয়ে দেয়ার
জন্য আমাকে দায়ী করছে এবং এর ক্ষতিপূরণ স্বরূপ মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যাচ্ছে।
শুধু তাই নয়, সে নিয়মিত আমাকে ফোনে ও প্রকাশ্যে হুমকি দিচ্ছে।
এদিকে ঘটনাটি নিয়ে সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি মাদকের চালান আটকের
জন্য যদি পুলিশকে সহযোগিতার অপরাধে অভিযুক্ত করে মারধরের শিকার হতে হয়,তাহলে কেউ
পুলিশকে সহযোগিতা করতে আগ্রহ দেখাবে না। এ ব্যাপারে পুলিশের কঠোর ভুমিকা পালন করতে হবে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত
অভিযোগ পাওয়া গেছে। মোটর সাইকেল উদ্ধারে পুলিশ তৎপর। ঘটনার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।