বিশেষ প্রতিনিধি:
দায়িত্ব পালনকালে সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন উপপরিদর্শক (এসআই) সাঈদুজ্জামান
সাঈদ (৪৯)। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া
লস্কারপাড়া এলাকায় ডিউটিতে থাকাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা
তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঈদুজ্জামান সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন
করছিলেন। পেশাগতভাবে তিনি একজন সৎ, পরিশ্রমী ও কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মমতাজ মজিদ জানান, এসআই সাঈদুজ্জামান
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগ (স্ট্রোক) জনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “রাতের ডিউটির সময় হঠাৎ
বুকে তীব্র ব্যথা অনুভব করেন এসআই সাঈদুজ্জামান।
তাৎক্ষণিকভাবে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
এসআই সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতার
নাম মৃত আব্দুল গফুর মন্ডল। তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার (১১ জুলাই) সকালে সাতক্ষীরা পুলিশ লাইনসে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,
সহকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করায় এসআই
সাঈদুজ্জামানের পরিবার সরকারি সব প্রাসঙ্গিক সুযোগ-সুবিধা পাবে। তাঁর মৃত্যুতে সাতক্ষীরা জেলা
পুলিশসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মীরা।
উল্লেখ্য,নিহত এসআই সাঈদ চাকুরি জীবনে জীবননগর থানায় ইতিপূর্বে তিন টার্ম কর্মরত
ছিলেন। তিনি তার বড় ভাইয়ের চাকুরি সুবাদে জীবননগর থানা মডেল পাইলট হাইস্কুলের ছাত্র
ছিলেন। জীবননগর উপজেলায় তার ব্যাপক ভাবে পরিচিতি ছিল। তার আকস্মিক মৃত্যুতে বন্ধু মহল শোকাহত।