গঞ্জেরখবর ডেস্ক:-
ঝিনাইদহ জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও সুনামধন্য ক্রীড়া সংগঠন হামদহ শান্তিনগর স্পোর্টিং ক্লাব-এর পক্ষ থেকে
জুনিয়র ফুটবলারদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ক্লাব চত্বরে আয়োজিত এক
অনাড়ম্বর অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আলমগীর হোসেন আলম নিজ হাতে এই ফুটবল উপহার তুলে দেন উদীয়মান তরুণ খেলোয়াড়দের মাঝে।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবল খেলাকে উৎসাহিত করা এবং শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী
করে তুলতে চায় ক্লাবটি। সভাপতি আলমগীর হোসেন বলেন, “আমাদের ক্লাবের নবীন খেলোয়াড়রাই একদিন জাতীয় পর্যায়ে
প্রতিনিধিত্ব করবে—এই স্বপ্ন থেকেই আমরা নিয়মিত ক্রীড়া উপকরণ দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক
রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ লিটন, কোষাধ্যক্ষ আসলাম পারভেজ, ক্রীড়া সম্পাদক জুয়েল
রানাসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদীরা।
আয়োজনে বক্তারা বলেন, শুধু খেলাধুলা নয়, খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দেশপ্রেম গড়ে তুলতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
অনেক তরুণ খেলোয়াড়ই জানান, এই ধরনের উৎসাহ ও উপহার তাদের খেলার প্রতি আরও আগ্রহী করে তুলেছে।
ভবিষ্যতে তারা জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে ভালো কিছু করতে চান।
এটি ছিল শান্তিনগর স্পোর্টিং ক্লাবের চলমান ক্রীড়া উন্নয়ন কার্যক্রমের একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে
প্রশিক্ষণ ও ক্রীড়া উপকরণ বিতরণের পরিকল্পনার কথাও জানান আয়োজকরা।