ফিফা ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে গনসালো গার্সিয়া ও পেদ্রো নেতো শীর্ষে

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ফিফা ক্লাব বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। ৩২ দল নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতা নেমে এসেছে মাত্র ৪ দলের লড়াইয়ে। শিরোপার মতোই আলোচনার কেন্দ্রে আছে ব্যক্তিগত পুরস্কার—বিশেষ করে গোল্ডেন বুট, অর্থাৎ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার খেতাব।

এই মুহূর্তে গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদের ২১ বছর বয়সী উদীয়মান ফরোয়ার্ড গনসালো গার্সিয়া। ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে তিনি ইতোমধ্যে করেছেন ৪ গোল ও ১টি অ্যাসিস্ট। পাঁচ ম্যাচে সরাসরি গোলের অবদান রেখে গার্সিয়া প্রমাণ করেছেন, তিনি এই প্রতিযোগিতার অন্যতম বড় আবিষ্কার। আরেকটি গোল করলেই তিনি এককভাবে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে যাবেন।

গার্সিয়ার পাশাপাশি চেলসির তরুণ তারকা পেদ্রো নেতো-ও রয়েছেন গোল্ডেন বুটের লড়াইয়ে। তিনি এখন পর্যন্ত ৩টি গোল করেছেন এবং তাঁর দল এখনও টুর্নামেন্টে টিকে আছে। ফলে তাঁর সামনে রয়েছে গোল বাড়িয়ে শীর্ষে ওঠার সুযোগ।

এছাড়া ইতোমধ্যে ৪টি করে গোল করেছেন বেনফিকার আনহেল দি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো ও বরুসিয়া ডর্টমুন্ডের সেরহু গিরাসি। তবে তাঁদের দলগুলো আগেই বিদায় নিয়েছে, ফলে গোলসংখ্যা বাড়ানোর আর সুযোগ নেই।

একইভাবে ৩ গোল করে বিদায় নেওয়া দলের আরও ৮ জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, জামাল মুসিয়ালামাইকেল ওলিসে, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডফিল ফোডেন, মন্তেরইয়ের গেরমান বের্তেরামে, জুভেন্টাসের কেনান ইলদিজ এবং আল আহলির ওয়েসাম আবু আলী

সুতরাং গোল্ডেন বুটের দৌড় এখন কার্যত গনসালো গার্সিয়া ও পেদ্রো নেতোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। যদিও এখনও বাকি রয়েছে তিনটি ম্যাচ—দুইটি সেমিফাইনাল ও একটি ফাইনাল। ফলে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র, পিএসজির কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, কিংবা চেলসির অন্য তারকাদেরও সুযোগ রয়েছে শেষ মুহূর্তে চমক দেখিয়ে তালিকায় উপরের দিকে ওঠার।

সব মিলিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুট ঘিরে চলছে দারুণ উত্তেজনা। শেষ তিন ম্যাচে মাঠে ঝলক দেখাতে পারলে কেউ হয়তো পুরো ছবিই বদলে দিতে পারেন। এখন দেখার বিষয়, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কার হাতে উঠবে এই মর্যাদার ব্যক্তিগত পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *