আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ভৈরব নদীতে নিখোঁজ হয়েছে
জিহাদ হোসেন (১০) নামে এক শিশু। নিখোঁজ জিহাদ ওই গ্রামের উজির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে জিহাদ তার কয়েকজন বন্ধুর সঙ্গে
বাড়ির পাশের ভৈরব নদীর একটি ব্রিজ থেকে পানিতে লাফ দেয়। সবাই সাঁতরে উঠলেও জিহাদ আর ওপরে ভেসে ওঠেনি।
সাথের শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু দীর্ঘ
সময় চেষ্টা করেও কোনো সন্ধান না মেলায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে যশোর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। এই
প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) জিহাদকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরি দলের অভিযান এখনো চলছে।
নদীর তীরে জড়ো হয়েছেন শত শত স্থানীয় নারী-পুরুষ।
কেউ দোয়া করছেন, কেউবা তাকিয়ে আছেন নদীর দিকে। আর একমাত্র সন্তানকে না পেয়ে জিহাদের
পরিবারে চলছে হৃদয়বিদারক আহাজারি।
এ বিষয়ে যশোর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নদীর স্রোত এবং পানির গভীরতা
বেশি হওয়ায় অভিযান কিছুটা জটিল হয়ে পড়েছে। যতক্ষণ না শিশুটিকে পাওয়া যাচ্ছে, ততক্ষণ তল্লাশি অব্যাহত থাকবে।
ঘটনাটি এলাকায় শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে নজর রাখছে বলে জানা গেছে।