ঝিনাইদহে নবগঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহে নবগঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্ট-এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় শহরের ফুড সাফারি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়

জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এই ফ্রন্টের প্রধান লক্ষ্য।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ বহু নির্যাতনের শিকার

হয়েছেন এবং অনেকের জমি-জমা জোরপূর্বক দখল করা হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছরে অনেক

হিন্দুর সম্পত্তি বেদখলে চলে গেছে। অথচ বিএনপি আমলে এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি।

তিনি দাবি করেন, “হিন্দু সম্প্রদায়কে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন ফ্রন্টের সিনিয়র আহ্বায়ক অনন্ত রায়, যুগ্ম আহ্বায়ক দিপ্ত ঘোষ, সদস্য সচিব

সমির কুমার হালদার এবং রাহুল দেব সাহা পাপ্পু। এছাড়াও জীবন কুমার বিশ্বাস,সুশান্ত সরকারসহ জেলার ছয়টি উপজেলার হিন্দু সম্প্রদায়েরপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যে কোনো

ধরনের দখল, নির্যাতন বা বৈষম্যের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় আগামী দিনে সংগঠনের র্মপরিকল্পনা, জেলা-উপজেলা পর্যায়ে সাংগঠনিক

কাঠামো গঠন ও ধর্মীয় অধিকার রক্ষায় সচেতনতামূলক কর্মকাণ্ড গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সভা থেকে রাজনৈতিকভাবে

কোনো দলকে সরাসরি সমর্থন না করার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে অচিরেই জেলার বিভিন্ন উপজেলায় মতবিনিময় সভা ও সংগঠনের বিস্তার

ঘটানোর কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *