জীবননগরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

জীবননগর অফিস:-

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির আয়োজনে জীবননগর শহরের থ্রি-

স্টার হোটেল মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন খোকন।

এছাড়া আলোচনায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি

মমিনুল ইসলাম হানেহার, সাধারণ সম্পাদক মোসাব কাক্কা, দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির নেতা আবু

জাফর, জীবননগর উপজেলা জাতীয় পার্টির নেতা শেখ শহিদুল ইসলাম, শফিউল ইসলাম শফি, সিরাজুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা সাবেক রাষ্ট্রপতি এরশাদের রাজনৈতিক জীবন, উন্নয়ন দর্শন ও জনসেবার বিভিন্ন দিক তুলে

ধরে বলেন, তাঁর শাসনামলে দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কাঠামোতে সংস্কার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক

হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *