জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া নতুন হারদা গ্রামে ভ্যান ভাড়াকে কেন্দ্র করে এক কিশোর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া নতুন হারদা গ্রামে ভ্যান ভাড়াকে কেন্দ্র করে এক কিশোর
ভ্যান চালককে মারধর এবং তার মা ও বৃদ্ধা দাদীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত
রাব্বী হোসেন (১৪) নামের ওই কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় জীবননগর হাসপাতালে ভর্তি
করা হয়েছে। ঘটনাটি সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আন্দুলবাড়ীয়া নতুন হারদাপাড়ার দিনমজুর রাজু হোসেন জানান,তার ছেলে রাব্বী হোসেন(১৪)
একজন ভ্যান চালক। শনিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে গ্রামের বাসিন্দা কুতুব আলীর স্ত্রী আমিরন খাতুন রাব্বীর ভ্যান ভাড়ায় নিয়ে
আনসারবাড়ীয়া ট্রেন স্টেশনে নিয়ে যান। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর আমিরন খাতুন ন্যায্য ভাড়া
দিতে অস্বীকৃতি জানালে রাব্বীর সাথে তারবাকবিতণ্ডা হয়।
এতে ক্ষিপ্ত হয় গৃহবধু আমিরন খাতুনের স্বামী কুতুব ও তার ছেলে জাহিদ হোসেন পরদিন রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পরিকল্পিত ভাবে
রাব্বীকে তাদের বাড়ির সামনে রাস্তার ওপর আটকে শারীরিক ভাবে নির্যাতন করে। এতে রাব্বী গুরুতর আহত হয়। এ সময় তার মা ও দাদী তাকে রক্ষা করতে
গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, রাব্বী হোসেনের মা রজনী খাতুন ও বৃদ্ধা দাদী
পলি খাতুনকে টানা-হেঁচড়া করে পরনের কাপড় ছিঁড়ে ফেলে এবং মারধর করে আহত করে।
স্থানীয়রা জানান, রাব্বী ও তার পরিবারের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল
দেয়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন স্থানীয় বাসিন্দা
সুমন হোসেন, সানোয়ার হোসেন ও সোহানা খাতুন।
সুমন হোসেন, সানোয়ার হোসেন ও সোহানা খাতুন।
ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত

চিকিৎসক রাব্বীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ভর্তি করার পরামর্শ দেন।
এ ব্যাপারে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন বলেন,ঘটনার ব্যাপারে লোকমুখে শুনেছি।
বিষয়টি স্থানীয় ভাবে আপস নিস্পত্তির সুযোগ আছে। উভয়পক্ষ রাজি থাকলে স্থানীয় ভাবে আপস নিস্পত্তি
করা যেতে পারে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।