বিরামহীন বর্ষায় অসহায় মানুষের পাশে জীবননগর  উপজেলা নির্বাহী অফিসার আল আমীন বিতরণ করেন শুকনা খাবার 

জীবননগর অফিস :-

গত কয়েক দিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের মতো চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা

এলাকাতেও সৃষ্টি হয়েছে বিরূপ পরিস্থিতি। বিশেষ করে ছিন্নমূল, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষেরা

পড়েছেন চরম দুর্ভোগে। দুর্যোগকালীন এই সময়টিতে মানবিক সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ

থেকে কিছু অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাবার।

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) উদ্যোগে এবং সংশ্লিষ্ট প্রশাসনের তত্ত্বাবধানে সোমবার  সকালে

উপজেলার বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চলের দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি ও প্রয়োজনীয় কিছু মসলা।

একজন সুবিধাভোগী প্রবীণ নারী আবেগঘন কণ্ঠে বলেন,বৃষ্টি আর থামতেছে না। বাজারে যাইতে পারি

না। ঘরে খাওনের জিনিসও নেই । ইউএনও স্যার  বৃষ্টির মধ্যে  নিজ হাতে  আমাদের খাবার দিছেন, আল্লাহ উনারে ভালো রাখুক।

এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী আল আমীন বলেন,বৃষ্টি ও দুর্যোগে সবচেয়ে

বেশি ক্ষতিগ্রস্ত হন সমাজের প্রান্তিক ও দিনমজুর শ্রেণির মানুষ। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছি

যেন তাদের পাশে দাঁড়ানো যায়। এই সহায়তা অব্যাহত থাকবে এবং আরও বেশি সংখ্যক মানুষকে আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের সময় এসব মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে শুধু প্রশাসন নয়, এ

ধরনের সংকটে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন মহল।

তারা বলেন,মানুষ মানুষের জন্য। এমন সময়ে ধনীরা যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে দুর্যোগ কিছুটা হলেও সহনীয় হয়ে ওঠে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে সকলের উচিৎ সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক সহায়তায় এগিয়ে আসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *