জীবননগর অফিস :-
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
সরকারি ছুটির কারণে নির্ধারিত ১১ জুলাইয়ের
পরিবর্তে সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হায়াৎ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, দৈনিক নবচিত্রের
প্রতিনিধি জাহিদুল ইসলাম কাজলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আরিফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধি একটি জাতীয় ও বৈশ্বিক সমস্যা। এ সমস্যা মোকাবেলায় পরিকল্পিত
পরিবার গঠন, নারীর ক্ষমতায়ন, তরুণদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক পরিবার
পরিকল্পনা পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের সম্পৃক্ততার ওপরও জোর দেন।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ,
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিদর্শককে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিবার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির একটি কার্যকর উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।