আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
যশোরের কাশিমপুর ইউনিয়নের শানতলা গ্রামে ভৈরব নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক সাবেক সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে। নিহত ব্যক্তির নাম মধুসূদন (৭০)।
তিনি হাশিমপুর বাজার এলাকার মৃত গদাধর খাঁ’র ছেলে। বর্তমানে তিনি শানতলা গ্রামের মকলেচুর রহমানের ভাড়াবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিজ ভাড়াবাড়ির সামনের ভৈরব নদীতে
কারেন্ট জাল ফেলে মাছ ধরতে নামেন মধুসূদন। এ সময় নদীর কাদায় পা পিছলে হঠাৎ পানির গভীরে
তলিয়ে যান তিনি। ঘটনার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায়
দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মধুসূদন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, অবসরের পর থেকেই তিনি পরিবারসহ শানতলা গ্রামে বসবাস করে আসছিলেন।
এদিকে, একই এলাকায় মাত্র দুই দিন আগে জিহাদ (১০) নামের এক শিশু নদীতে গোসল করতে গিয়ে
পানিতে ডুবে মৃত্যুবরণ করে। দুইদিনের ব্যবধানে একই নদীতে দুটি মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে
চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নদীতে নামা বা সন্তানদের নদীর ধারে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নিহতের মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা
বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, ভৈরব নদীর পাড়ে নিরাপত্তা জোরদার ও সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।