মহেশপুরে ৪ মাসেও উদ্ধার হয়নি ১০ শ্রেণির ছাত্রী নিঝুম, স্কুল শিক্ষক অভিভাবক হতাশ

রিমন হোসেন,মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন (১৫) নিখোঁজের ৪ মাসেও উদ্ধার হয়নি।

তার পরিবার হতাশায় দিন গুণছে মেয়ে জীবিত না মৃত,পুলিশ বলছে তারা উদ্ধারে চেষ্টা করছে।

উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হয়রত আলীর ও তাসলিমার দম্পতির মেয়ে নিঝুম গত ১৩ ই মার্চ

২০২৫ ইং তারিখে নিখোঁজ হয়। এবিষয়ে মেয়ের মা মোছাঃ তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫

জনকে আসামি করে একটি অপহরণ মামলা করে।  সেই থেকে মেয়ে উদ্ধারের জন্য তাসলিমা খাতুন

পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে কিন্তু আজ পর্যন্ত তার কোন হদিস মিলাতে পারনি।

এঘটনায় উপজেলার ফতেপুর ইউপির রাখালভোগা গ্রামের মোঃ কামাল ডাক্তারের ছেলে ১নং আসামী

জিম আটক হলেও তার কাছ থেকে কোন তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা

এস আই সাহাবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,তাদের সাধ্যমত সব

চেষ্টায় করছে কিন্তু কোন ভালো ফলাফল পাওয়া যায় নি। এবিষয়ে মামলার বাদী মেয়ের মা তাসলিমা

খাতুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন মেয়ে উদ্ধারে জন্য তিনি র‌্যাব সহ প্রশাসনের বিভিন্ন

জায়গায় হাটাহাটি করলেও এখনো পর্যন্ত মেয়ে উদ্ধার হয়নি। তারা এখন হতাশায় ভুকছে মেয়ে জীবিত নাকি

মৃত। এদিকে ১জন আসামী আটক হলেও বাকি আসামীদের পুলিশ আটক করেনি। তাদেরকে

প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। গত ৪ মাস তারা তাকিয়ে আছে তাদের মেয়ে তাদের কাছে ফিরে

আসবে কিন্তু সে আশা ক্ষিন হয়ে আসছে। তিনি সরকারে উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *