চুড়ামনকাটিতে ট্রলির ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে, গুরুতর আহত ৩

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

যশোর-চৌগাছা মহাসড়কের চুড়ামনকাটি বাগডাঙ্গা আমিনের ভাটার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়

তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম

(৬৫), দাউদ হোসেনের স্ত্রী শাহিনুর বেগম (৪০), এবং কৈখালী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জয়নাল (ইজিবাইক চালক)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিনজন যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ইজিবাইকযোগে

যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগডাঙ্গা আমিনের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে

দ্রুতগতিতে আসা একটি মাটি পরিবহনকারী ট্রলি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ইজিবাইকটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং যাত্রী ও চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চৌগাছা থানার পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রলির চালক পালিয়ে যায়। পুলিশ

জানিয়েছে, ট্রলিটি জব্দের চেষ্টা চলছে এবং চালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, চুড়ামনকাটি এলাকার এই মহাসড়কে প্রতিনিয়ত বেপরোয়া ট্রলি

চলাচল করছে। মাটি পরিবহনকারী এসব ট্রলি অসাবধানতাবশত একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে

চলেছে। তারা দ্রুত কঠোর নিয়ন্ত্রণ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এই ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *