বিশেষ প্রতিনিধি :-আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবিতে
ঘোষিত জাতীয় সমাবেশ সফল করতে কোটচাঁদপুরে প্রস্তুতি মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কোটচাঁদপুর পৌর এলাকার
পায়রা চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
করে আবারও পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলটি পোস্ট অফিস মোড়, মেইন স্ট্যান্ড, বলুহর স্ট্যান্ড, হাসপাতাল রোড, ব্রিজঘাট মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।
এ সময় দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন বহন করে নেতা-কর্মীরা।
মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩
(মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, “দেশে একটি
নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন সময়ের দাবি। সরকারকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।”
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের যুব ও মিডিয়া বিভাগের
সম্পাদক শরিফুল ইসলাম, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে বিপুলসংখ্যক
নেতা-কর্মী অংশ নেবেন। তারা ৭ দফা দাবিসহ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে
গণআন্দোলন জোরদারের আহ্বান জানান।
জানা গেছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও এর
সহযোগী সংগঠনসমূহ প্রস্তুতিমূলক কর্মসূচি পালন করছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলটি শান্তিপূর্ণ ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা
ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।