পরকীয়া প্রেমের পরিণতি – রাতের আঁধারে ঘর ছাড়লেন গৃহবধূ, স্তম্ভিত পরিবার ও এলাকাবাসী
আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরকীয়ার জেরে তিন
সন্তানের জননী একগৃহবধূ প্রতিবেশী কিশোর প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ হয়েছেন।
ঘটনাটি শুধু ওই পরিবার নয়, পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। বাড়ছে উদ্বেগ, বাড়ছে গুঞ্জন।
জানা গেছে, বাবরা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের স্ত্রী তাসলিমা বেগম (৪০) ১৬ জুলাই দিবাগত রাতে
বাড়ি থেকে পালিয়ে যান। তার সঙ্গে ছিলেন একই গ্রামের কিশোর মেহেদী হাসান (১৭), যিনি স্থানীয়
আকবর মণ্ডলের নাতি এবং টোটন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তাসলিমা ও মেহেদীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে
উঠেছিল। প্রথমদিকে বিষয়টি নিয়ে কেউ কিছু না বললেও সম্প্রতি তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা
আলোচনা চলছিল। অবশেষে সেই সম্পর্ক গোপন না রেখে তারা রাতের আঁধারে পলায়ন করেন।
ঘটনার পর থেকে তাসলিমার স্বামী আব্দুল মান্নান মানসিকভাবে ভেঙে পড়েছেন।তিনি জানান, “আমি কিছুই বুঝতে পারিনি। তিন সন্তানের মা হয়ে একজন
কিশোরের সঙ্গে এমন কাজ করবে—ভাবতেই পারিনি। আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এদিকে পুরো বাবরা গ্রামে এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে নৈতিক অবক্ষয়ের
প্রসঙ্গ তুলে আলোচনা চলছে। স্থানীয়ভাবে ‘পরিবার ধ্বংসকারী সম্পর্ক’ হিসেবে নিন্দা জানানো হচ্ছে।
অনেকে বলছেন, কিশোর বয়সে এমন সম্পর্ক তৈরি হওয়া সমাজে একটি ভয়ংকর বার্তা দিচ্ছে।
স্থানীয় শিক্ষক নজরুল ইসলাম জানান, “এই ধরনের ঘটনা আমাদের সামাজিক কাঠামোকে দুর্বল করছে। অভিভাবকদের সচেতন হতে হবে।”
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে দুজনেরই মোবাইল ফোন বন্ধ রয়েছে, এবং তাদের অবস্থান জানা সম্ভব হয়নি।
পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।