মহেশপুর সীমান্তে বাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পলাতক ‘পিচ্চি লিটন’

মহেেশপুর প্রতিনিধি:-

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি এলাকার একটি বাগান থেকে একটি বিদেশি পিস্তল,

একটি ওয়ানশুটার গান এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

অভিযান চলাকালে একটি মোটরসাইকেল জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা

বিওপি’র সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫১/৬-এস এর নিকটবর্তী জুলুলী গ্রামে অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দিলে চালক পালিয়ে যায়।

পরে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী তাকে ‘পিচ্চি লিটন’ নামে চিহ্নিত করা হয়। তার প্রকৃত নাম লিটন

মিয়া (২১), পিতা ওলিয়ার রহমান, বাড়ি জীবননগর পাড়া, মহেশপুর

চালক পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ ও মোটরসাইকেল তল্লাশি করে বিজিবি সদস্যরা

একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটার গান এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেন।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান বলেন,“বিজিবি এখনও

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আমাদের কাছে হস্তান্তর করেনি। হাতে পাওয়ার পর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সীমান্ত এলাকায় অস্ত্র উদ্ধারের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “সীমান্ত এলাকায় অস্ত্র ও সন্ত্রাসীদের চলাফেরা খুবই ভয়ানক বিষয়। প্রশাসনের

আরও কঠোর নজরদারি প্রয়োজন।”

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জড়িতদের

বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পলাতক লিটনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *