গঞ্জেরখবর ডেস্ক:-
আম জনতা দলের ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের আদর্শপাড়ায় অবস্থিত শোভা এনজিও কার্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সভাপতি মোঃ সায়েদুল আলম। এতে উপস্থিত ছিলেন দলের
জেলা কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক সৈকত আহমেদ, নির্বাহী সদস্য জাহান লিমন, মুসকান মীরা,
এম. এ. সোহান, মোঃ মোসলেম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ সায়েদুল আলম বলেন,দেশে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।
জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জরুরি ভিত্তিতে রাজনৈতিক সংস্কার সম্পন্ন করা প্রয়োজন।
আন্তর্জাতিক বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,ভারতে মুসলমানদের ওপর যেভাবে নির্যাতন
চলছে, তা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের মাধ্যমে এ বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে হবে।
এ সময় তিনি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেন এবং সকল ধরনের
চাঁদাবাজি,দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন।