জীবননগর রায়পুরে অবৈধ ভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুইজনকে ৫ ০ হাজার টাকা জরিমানা

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর বাজার সংলগ্ন একটি স্থানে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযান কালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা  আইন ২০২৩  এর আওতায় শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে  দুই ব্যক্তিকে নগদ ৫০ হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জীবননগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

ভ্রাম্যমান আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্তরা হলেন,জীবনননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মাসুম বিল্লাহের ছেলে হাসানুজ্জামান(২১) এবং মসলেম আলীর ছেলে হাবিবুর রহমান(৫০)। তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩-এর ৭(ক)(গ) ধারায় অর্থ জরিমানা করা হয়।

জানা যায়, অভিযুক্তরা স্থানীয় রায়পুর বাজারের নিকটবর্তী একটি খাসজমি এলাকা থেকে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন দন্ডপ্রাপ্তরা। এতে প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি, কৃষি জমি ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ওপরও বিরূপ প্রভাব পড়ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নেয় এবং তাৎক্ষণিক ভাবে শনিবার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

অভিযানে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি দল সহযোগিতা করে। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তাও প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন,পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধ বালু-মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ আইন অমান্য করে পরিবেশ নষ্ট করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩-এর ৭(ক)(গ) ধারায় উল্লেখ আছে,অনুমোদন ছাড়া বালু বা মাটি উত্তোলন করলে আর্থিক জরিমানা ও কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে।

জীবননগর উপজেলা প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং এ ধরণের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *