আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
জুলাই মাসের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে
ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকালে শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী,
যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান, আব্দুর রশিদ মোহনসহ বিএনপি ও কৃষকদলের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, “শহীদদের আত্মত্যাগ শুধু রাজনৈতিক ইতিহাস নয়, তা আমাদের জাতীয় দায়িত্ববোধেরও
অংশ। আমরা তাদের আদর্শ অনুসরণ করে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছি। কৃষকদলের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আলোচনা শেষে হাসপাতাল প্রাঙ্গণে আম, কাঁঠাল, জাম, নিম, মেহগনি প্রভৃতি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা পরিবেশ বিপর্যয়ের প্রসঙ্গ টেনে বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ
লাগানো এখন সময়ের দাবি। এই কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে।
উল্লেখ্য, কৃষকদলের এই উদ্যোগকে ঘিরে নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।
“পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, শহীদদের চেতনা বাঁচলে জাতি বাঁচবে এই মূলমন্ত্রেই কৃষকদলের পদক্ষেপ”।