কালীগঞ্জে ফাতেমা টেলিকমে দুর্ধর্ষ চুরি, লুট প্রায় ১৫০টি মোবাইল ও নগদ টাকা নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন লস্কার টাওয়ারে অবস্থিত

“ফাতেমা টেলিকম অ্যান্ড আমাদের সিটি” নামক মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রবিবার ভোরে (২০ জুলাই) আনুমানিক সকাল ৫টা ৪৬ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক সূত্রে জানা যায়, চোরেরা পরিকল্পিতভাবে মার্কেটের প্রধান গেট

এবং দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানের ক্যাশ কাউন্টার ও শোকেস ভেঙে

প্রায় ১৫০টি স্মার্টফোন, নগদ ২,২৩,৭০৫ টাকা, এবং দোকানে থাকা বিকাশ, নগদ ও রকেট

অ্যাকাউন্টে থাকা টাকাসহ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

ঘটনার সময় মার্কেটের নৈশপ্রহরী উপস্থিত থাকলেও তিনি চুরির ঘটনা টের পাননি, যা নিয়ে ব্যবসায়ীদের

মধ্যে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন, এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মারাত্মক গাফিলতি রয়েছে।

চুরি-পরবর্তী সময়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং

কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দোকানের সিসিটিভি ফুটেজ

সংগ্রহ করেন এবং দোকান মালিককে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের জানান, “এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, এর আগেও একই মার্কেট এলাকায় একাধিকবার ভোরবেলা চুরির

ঘটনা ঘটেছে। সেগুলোর কোনো কার্যকর সমাধান না হওয়ায় বর্তমান ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। তারা

দ্রুত চোরদের গ্রেপ্তার ও মার্কেট এলাকায় নিরবিচ্ছিন্ন পুলিশ টহলের দাবি জানান। বক্তব্যে ব্যবসায়ীরা

বলেন, “নিরাপত্তার অভাবে ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে। বারবার একই ধরনের চুরি হলেও

চোর ধরতে না পারা আমাদের হতাশ করছে।”

চুরির ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জোরালোভাবে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *