জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদায় বাল্যবিবাহের আয়োজন চলাকালে ভ্রাম্যমাণ
আদালতের অভিযান চালিয়ে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ জুলাই)
দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
জানা যায়, উপজেলার বালিহুদা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের এক বাসায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের (১৬) বিয়ের প্রস্তুতি চলছিল।
গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি সাথে জীবননগর থানা পুলিশের একটি টিমও নিয়ে যান। বাড়িতে গিয়ে দেখা যায়, সব ধরনের
বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়েছে। মেয়ের
বয়স কম হওয়া সত্ত্বেও পরিবার তার বিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছিল।
ঘটনাস্থলে বিয়ের সমস্ত আয়োজন বন্ধ করে কনের পিতা মোঃ আবুল কাশেমকে বাল্যবিবাহ নিরোধ
আইন, ২০১৭ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। তিনি নিজ দোষ স্বীকার করে বলেন,
অজ্ঞতাবশত: এমন কাজ করেছেন এবং ভবিষ্যতে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনাবলেন,বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি।
এটি শুধু একটি শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে না, বরং পুরো সমাজের জন্য ক্ষতিকর।
এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আপনারা সবাই সচেতন থাকুন, সমাজকে এই অনৈতিক প্রথা থেকে মুক্ত করতে সহযোগিতা করুন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এখনো গ্রামীণ এলাকায় অভিভাবকরা মেয়েদের বয়স ও আইন না
মেনে বাল্যবিবাহের পথে পা বাড়ান। তারা বলেন, এমন নিয়মিত অভিযান পরিচালিত হলে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব।