গঞ্জেরখবর ডেস্ক :-
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।
সোমবার (২১ জুলাই) বিকেলে জেলা শ্রমিক দলের আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে
একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পায়রা
চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। আরও বক্তব্য রাখেন সদর
উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর
হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন,অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনা ও নির্লিপ্ততায় দেশে নৈরাজ্য ও
বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের ব্যর্থতায় জনগণের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে বলে
তারা মন্তব্য করেন। বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী গভীর ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয়তাবাদী শক্তিকে আরও সংগঠিত হতে হবে।
সমাবেশে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে
রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিক্ষোভ ও সমাবেশ ঘিরে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।