জীবননগর খয়েরহুদায় জমি নিয়ে বিরোধ: কামড়ে নাক ছিঁড়ে নেয়ার অভিযোগ

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা মোল্যাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। এতে প্রতিপক্ষদের বিরুদ্ধে ভুক্তভোগীর নাকের একটি

অংশ কামড়ে ছিঁড়ে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সংঘটিত হয়েছে।

উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা মোল্যাপাড়ার শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম(৪৫) জানান,তার প্রতিবেশী রমজান কারীর ছেলে জুবায়ের হোসেন জুবা (৩০) ও জিহাদ হোসেনদের (২৪) সাথে

দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিস হলেও বিরোধটি আপস নিস্পত্তি হয়নি।

ঘটনার বিবরণে শফিকুল ইসলাম জানান,মঙ্গলবার(২২ জুলাই) দুপুর দেড়টার দিকে প্রতিপক্ষরা পার্শ্ববর্তী জায়গায় একটি পাকা বিল্ডিং নির্মাণ করছিল।

ওই নির্মাণ কাজ তার জমির সীমানা অতিক্রম করেছে দাবি করে তিনি তাদের নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ জুবা ও জিহাদ তার ছাদের ওপর ওঠে হাতে থাকা লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে।

হামলার এক পর্যায়ে জুবায়ের হোসেন জুবা তার নাকের ওপর কামড় নাকের সামনের অংশ ছিঁড়ে ফেলে এবং রক্তাক্ত জখম করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

পরিবারের সদস্যরা শফিকুল ইসলামকে প্রথমে জীবননগর হাসপাতালে,পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় কেডিকে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ইসরাফিল হোসেন বলেন,ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। আহত শফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *