জীবননগর অফিস:-
ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সম্প্রতি সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় চুয়াডাঙ্গার জীবননগরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে থানা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টায় জীবননগর থানা ও পৌর বিএনপির কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির
সভাপতি শাহজাহান কবির, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন মঈন, থানা কৃষক দলের সভাপতি আব্দুল
হামিদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, থানা মহিলা দলের সভাপতি পেয়ারা বেগম, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার ও সহ-সম্পাদক রফিউল আলম,
মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সরদার, মৎস্যজীবী দলের সভাপতি বাবর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন ও সদস্য সচিব সুমন বিশ্বাস এবং থানা ছাত্রদলের সদস্য সচিব রিমন হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম রফা, পলাশ হোসেন, পল্টু মিয়া, আলমগীর হোসেন, সাইদুর রহমান, মজনু মিয়া, জোয়াদ আলী, হাফিজুল ইসলাম, আব্দুল হান্নান,
আলী আকুব্বর, আরিফ হোসেন, লিটন মিয়া, মহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল আলিম, শামীম হোসেন, আনোয়ার হোসেন, রানা হোসেন, মামুন, শামীম-২, আক্তার হোসেন, মিনাজুল হক, ইউনুস আলী ও মিঠু প্রমুখ।
বক্তারা বলেন,বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।
পরে নিহতদের রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাহমুদুল হাসান। অনুষ্ঠান শেষে সবার মাঝে তবরক বিতরণ করা হয়।