বিশেষ প্রতিনিধি :-
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর
হাসপাতালে রোগীদের দ্রুত, সুশৃঙ্খল ও উন্নত সেবা নিশ্চিত করতে ১৩টি উন্নতমানের ট্রলি হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর
হাসপাতালে আয়োজিত ট্রলি হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।
ট্রলি হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, “রোগীদের সেবায় হাসপাতালের সামগ্রীগত ও ব্যবস্থাপনার দিক
থেকে উন্নয়ন অপরিহার্য। সরকারের উন্নয়ন ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা সেবার মানোন্নয়নে কাজ করছি।”
আলোচনা সভায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ
গঠন এবং সামনের সড়কে যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী
অফিসার জনাব এম. সাইফুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক
মেডিকেল অফিসার (আরএমও), স্বাস্থ্যসেবা বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবায় জনভোগান্তি কমবে এবং চিকিৎসার মান আরও একধাপ উন্নীত হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।