আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় বুধবার (২৩ জুলাই) ভোররাতে ও সকালে পৃথক দুটি দুর্ঘটনায়
দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। একটি দুর্ঘটনা ঘটে রেললাইনে, অপরটি সড়কে।
বুধবার ভোররাতে উপজেলার বাবরা রেলগেট
এলাকায় একটি নারীর ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে মরদেহটি যশোর রেলওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রবিউল ইসলাম জানান, “নিহত নারীর বয়স আনুমানিক ৩২
বছর হতে পারে। মরদেহটি রেল লাইনের পাশে ছিন্নভিন্ন অবস্থায় ছিল। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অপরদিকে, সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের ঈশ্বরবা নামক স্থানে দ্রুতগামী একটি
আলমসাধুর সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রুহুল
আমিন (২২)। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের বাসিন্দা ও হামিদুল ইসলামের পুত্র।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী লালচাঁন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত
উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সড়ক
দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।”
এদিকে পৃথক এ দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় ঘটনার তদন্ত শুরু করেছে।