জীবননগর অফিস:-
টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জীবননগর পৌরসভা ব্লকে লতিকচু (লতিরাজ) ফসলভিত্তিক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক প্রধান, অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আলমগীর বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের কৃষিতে যশোর অঞ্চল একটি আইকন ও পথিকৃৎ।
এখানকার মাটি যেমন উর্বর, তেমনি কৃষকরাও উদ্ভাবনী ও সাহসী। কৃষকরা ক্রমেই লাভজনক ও
পুষ্টিকর ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন।” তিনি আরও বলেন, “ড্রাগন, মাল্টা, অ্যাভোকাডো, পেয়ারা
প্রভৃতি যে ফল এক সময় আমদানিনির্ভর ছিল, এখন তা আমাদের কৃষকরাই সফলভাবে উৎপাদন করছেন।
এসব উন্নয়নের পেছনে গবেষণাভিত্তিক প্রযুক্তির পাশাপাশি কৃষকদের অক্লান্ত পরিশ্রমও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।”
তিনি কৃষকদের অর্থকরী ও পুষ্টি সমৃদ্ধ ফসল লতিকচু (লতিরাজ) চাষে আরও আগ্রহী হয়ে উঠতে
অনুপ্রাণিত করেন এবং বলেন, “এই ফসল দেশের পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এদিন সকালে অতিরিক্ত পরিচালক মোঃ আলমগীর বিশ্বাস জীবননগর উপজেলার হাসাদহ-মহেশপুর
সড়কের পাশে তালের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও তিনি কৃষি উদ্যোক্তা মোঃ মহসিন কবিরের বস্তায় আদা চাষ এলাকা,
বাঁকা ইটভাটা সংলগ্ন আউশ ধানের মাঠ এবং পেয়ারাতলার ফল বাজার পরিদর্শন করেন।
মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত উপপরিচালক (শস্য)
জনাব কৃষ্ণ রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ পাভেল রানা এবং কৃষি উদ্যোক্তা মোঃ রাজেবুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইয়াসিন আলী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী এবং উপসহকারী কৃষি
কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মাঠ দিবস উপলক্ষে প্রদর্শন করা হয় লতিকচু (লতিরাজ) ফসলের বিভিন্ন জাত ও প্রযুক্তি।