যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভায় চারজন নতুন সদস্যপদ লাভ গ্রামের কাগজ ইউনিটের অনুমোদন

আবু শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

গত ১৯ জুলাই যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও

উপদেষ্টামণ্ডলীর যৌথ সভায় চারজন সাংবাদিককে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায়

উপস্থিত নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

নতুনভাবে সদস্যপদপ্রাপ্ত সাংবাদিকরা হলেন:মির্জা বদরুজ্জামান টুনু, যশোর ব্যুরো প্রধান, দৈনিক লাখো কণ্ঠ,আয়ুব হোসেন মনা,

সিনিয়র ফটোসাংবাদিক, দৈনিক রূপান্তর প্রতিদিন,মেহেদী হাসান উজ্জল, স্টাফ রিপোর্টার,

দৈনিক রূপান্তর প্রতিদিন,প্রভাষক বাবুল আক্তার, যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ দিগন্ত

সভায় একইসাথে ‘দৈনিক গ্রামের কাগজ’ ইউনিটের গঠিত কমিটির অনুমোদন প্রদান করা হয়।

উক্ত ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকগণ হলেন:মিজানুর রহমান,

ইউনিট চিফ,মোতালেব হোসেন বাবু, ডেপুটি ইউনিট চিফ,খাইরুজ্জামান আকাশ, সদস্য অচিন্ত বর্মণ, সদস্য

সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটি ও

উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। তারা নতুন সদস্যদের স্বাগত জানান এবং পেশাদারিত্ব ও নৈতিকতার

মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন দীর্ঘদিন ধরেই জেলার গণমাধ্যমকর্মীদের অধিকার সংরক্ষণ এবং পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *