আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান ট্রাজেডিতে শহীদ শিক্ষার্থী, শিক্ষক ও
অভিভাবকদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যশোরভিত্তিক সাহিত্য ও
সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সন্ধ্যায় যশোর
ইনস্টিটিউটের বি সরকার মেমোরিয়াল হলের দ্বিতীয় তলায় সংগঠনটির প্রধান কার্যালয়ে এ শোক সভা
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবীণার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা
আতাহার রহমান। সঞ্চালনায় ছিলেন দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি ও যশোর জেলা
সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
শোক সভায় বক্তব্য রাখেন, অগ্নিবীণার উপদেষ্টা ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব আব্দুল
খালেক, উপদেষ্টা কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ও গবেষক পদ্মনাভ অধিকারী, যশোর
হোমিও কলেজের সাবেক অধ্যক্ষ মহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ
আহমেদ লিটন, সাপ্তাহিক বাংলালোক সম্পাদক একেএম গোলাম সরোয়ার, সাপ্তাহিক স্মৃতি পত্রিকার
সম্পাদক আসাদুল হক, অধ্যাপক অখিল চক্রবর্তী, কবি শরীফ উদ্দিন বেলাল, মুক্তিযোদ্ধা গোলাম
মোস্তফা, কণ্ঠশিল্পী কুতুব উদ্দিন বিশ্বাস, আদর্শ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রহিমা
খাতুন এবং ইংরেজি শিক্ষিকা জাকিয়া সুলতানা মিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্যশিল্পী ইলিয়াস শরীফ, খোকন, আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম
লাভলু, কবি মনিরুল ইসলাম, কবি সুলতানা, এইচ আর সুজন, মোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, “মাইলস্টোন দুর্ঘটনা জাতিকে গভীরভাবে শোকাহত করেছে।
শিক্ষিকা মেহরীন চৌধুরী সহ শিক্ষার্থীদের আত্মত্যাগ কোনোভাবেই ভোলার নয়। এই মর্মান্তিক ঘটনা যেন
আর কখনও না ঘটে, সে জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসভা শেষে দোয়া
পরিচালনা করেন দৈনিক গ্রামের কাগজের কম্পিউটার বিভাগের ইনচার্জ আলহাজ আবু সাআদ শাওন।
শোকসভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় মেয়াদোত্তীর্ণ হওয়ায়
চলমান কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দেন ভারপ্রাপ্ত সভাপতি আতাহার রহমান। নতুন কার্যকরী কমিটি
গঠনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর প্রেক্ষিতে একটি সাবজেক্ট কমিটি (সার্চ কমিটি) গঠন করা হয়।
কমিটির গঠন:-আহ্বায়ক: আব্দুল খালেক উপদেষ্টা, যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব,সদস্য সচিব:
কাসেদুজ্জামান সেলিম – উপদেষ্টা, কবি ও গীতিকার সদস্য:ডা. শাহনাজ পারভীন – উপদেষ্টা,
পদ্মনাভ অধিকারী – কবি ও গবেষক,অধ্যাপক অখিল চক্রবর্তী।এই সাবজেক্ট কমিটি আগামী দুই সপ্তাহের
মধ্যে একটি গ্রহণযোগ্য ও কার্যকরী কমিটির প্রস্তাবনা উপস্থাপন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।এই শোকসভা ও সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম
অগ্নিবীণার দায়িত্বশীল সাংস্কৃতিক ভূমিকারই প্রতিফলন—যা সাহিত্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।