জীবননগরে দিনে-দুপুরে দিনমজুরকে গলা কেটে হত্যা: পুত্র রাজু পলাতক, স্ত্রী পাপিয়া গ্রেফতার


জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার  জীবননগর  উপজেলার  হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে মনিরুল ইসলাম ফেলা (৫০) নামে এক

দিনমজুরকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত

মনিরুল ইসলাম তার ছেলে রাজু হোসেনের বিদেশ যাওয়ার খরচ জোগাতে অস্বীকৃতি জানালে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

এই কলহ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি

নিহতের স্বজনদের। ঘটনার পর থেকেই নিহতের স্ত্রী পাপিয়া খাতুন (৪২) ও ছেলে রাজু হোসেন (২৬) পলাতক ছিলেন।

তবে পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী পাপিয়াকে গ্রেফতার করেছে।

নিহত মনিরুল রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি এক মাস আগে বালিহুদার জমি

বিক্রি করে স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী মাধবপুর গ্রামে বসবাস শুরু করেন। আর ছেলে রাজু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার

খোরশেদপুর গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে মনিরুলের রক্তাক্ত মরদেহ তার ঘরে পড়ে থাকতে দেখে তারা পুলিশে

খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে ঘটনার পর রাজু হোসেন প্রতিবেশী আকিদুল

ইসলামের মোবাইলে ফোন দিয়ে জানতে চান তার বাবা মারা গেছেন কি না—এ ঘটনায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় ইউপি’র সাবেক সদস্য আব্দুস শুকুর বলেন, “মনিরুল ইসলাম বালিহুদায় থাকাকালেও পারিবারিক কলহ ছিল।

শোনা যাচ্ছে, বিদেশ যাওয়ার টাকার জন্য ছেলে ও স্ত্রী পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘৃণা প্রকাশ করে স্ত্রী-সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনার খবর পেয়ে

তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড

বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েের করা

হয়েছে।  কয়েক ঘন্টার ব্যবধানে ঘাতক পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *