জীবননগর হাসাদহ টু-সন্তোষপুর ভায়া কাটাপোল সড়কে স্পিড ব্রেকারের দাবিতে শিক্ষার্থী ও গ্রামবাসীদের মানববন্ধন

হাসাদহ(জীবননগর) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার  জীবননগর  উপজেলার  হাসাদাহ-সন্তোষপুর সড়কে স্পিড ব্রেকার  নির্মাণের  দাবিতে মানববন্ধন করেছেন কাঁটাপোল গ্রামের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি একটি মর্মান্তিক দুর্ঘটনায়

স্কুলছাত্রী মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে তারা এই কর্মসূচি পালন করেন।

রোববার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাসাদাহ-সন্তোষপুর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কাঁটাপোল গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ, ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পাখিভ্যানের ধাক্কায় প্রাণ হারায় তাকিয়া সুলতানা (৬) নামে শিশু শ্রেণির এক শিক্ষার্থী।

নিহত তাকিয়া কাঁটাপোল গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

সে সময় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির পাখিভ্যান তাকিয়াকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকিয়াকে মৃত ঘোষণা করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও গ্রামবাসী চলাচল করে। স্কুল, বাজার ও মসজিদ সংলগ্ন ব্যস্ত এই এলাকায় প্রতিনিয়ত যানবাহনের গতি অতিমাত্রায় থাকায় দুর্ঘটনার ঝুঁকি

বাড়ছে। অতএব, অনতিবিলম্বে এই স্থানে একটি কার্যকর স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে। মানববন্ধনের সময় সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে। এতে পথচারী ও চালকদের মাঝে ভোগান্তি তৈরি হয়।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও একাত্মতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন কাঁটাপোল ৩ নম্বর  ওয়ার্ড   বিএনপির   সভাপতি  আব্দুল ওয়াদুদ, স্থানীয়  ইউপি সদস্য    আতিকুজ্জামান    সন্টু, হাসাদাহ

ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির আবুল কালাম, কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, নতুন চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান মন্টুসহ অনেকে।

মানববন্ধন থেকে দ্রুত সময়ে সড়কে স্পিড ব্রেকার নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক বিভাগকে আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা জানান, দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় না নিলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *