জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় হাসপাতাল রোডের আখ সেন্টারের সামনে টিনের চালা কেটে দুইটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত (২৬ জুলাই) রোববার রাতে এ ঘটনায় নাহল ফার্মেসি ও
রংতুলি স্টেশনারি নামের দু’টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জীবননগর থানায় পৃথক ভাবে অভিযোগ দায়ের করেছেন।
নাহল ফার্মেসির মালিক ভুক্তভোগী আমির সোহেল কাঁকন বলেন,শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরের দিন রোবার সকাল ৮টার দিকে দোকানে এসে দেখি তালা ঠিকঠাক থাকলেও ভেতরে
মালামাল এলোমেলো। ক্যাশবাক্স ভেঙে নগদ প্রায় ১৫-২০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা। এছাড়া ওষুধের কিছু প্যাকেটও খোয়া গেছে। মালামাল ও নগদ টাকা সব মিলিয়ে ৫০-৬০ হাজার টাকা চুরি হয়েছে।
রংতুলি স্টেশনারির মালিক আশিক জানান,শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি দোকানের টিন কাটা। ভেতরে ঢুকে দেখি ক্যাশবাক্স ভাঙা, যেখানে প্রায় ১০ হাজার টাকা ছিল।
এছাড়া দোকানে থাকা ৭ থেকে ৮ হাজার টাকার মোবাইল মিনিট কার্ডও চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে একই রাতে দু’টি দোকানে চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে। চুরি সংক্রান্ত এই ঘটনা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তারা দ্রুত পুলিশি টহল জোরদার ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন,দোকান চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।