আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহে পরিবেশ সুরক্ষায় সচেতনতা গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পলিথিন নিষিদ্ধকরণ অভিযান
শুরু করেছে স্থানীয় শিক্ষার্থীরা। ‘জুলাইয়ের চেতনায়’ অনুপ্রাণিত হয়ে তারা এ কার্যক্রম হাতে নিয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় শহরের দেবদারু
এভিনিউ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই অভিযানের কার্যক্রম। এতে অংশ নেয় ঝিনাইদহ
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন
শিক্ষার্থী। তারা ঝাড়–, কোদাল, বেলচা ও বালতি হাতে
নিয়ে রাস্তাঘাট, জনবসতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার করতে থাকে।
এই কর্মসূচিটি ‘স্বচ্ছ শহর, সজাগ ইতিহাস’ শিরোনামে পরিচালিত হচ্ছে এবং এতে সহায়তা
করছে ঝিনাইদহ জেলা পরিষদ। কর্মসূচি চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
এ সময়ের মধ্যে শহরের বিভিন্ন এলাকাকে পরিচ্ছন্ন করার পাশাপাশি পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার
বিষয়ে জনসচেতনতা তৈরি করা হবে।
শিক্ষার্থীরা জানান, পলিথিন পরিবেশের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে।
এটি জমে থেকে মাটি ও জলবায়ু দূষণ ঘটায়, নালা-নর্দমা বন্ধ করে দেয়, এমনকি গবাদিপশুর মৃত্যুর
কারণও হতে পারে। এ কারণে পরিবেশবান্ধব জীবনধারার দিকে সবার মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যেই এই কর্মসূচি।
শিক্ষার্থী ইলমা খাতুন বলেন,শহর আমাদের, তাই এ শহর পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। পাশাপাশি
আমরা সবাইকে পলিথিন ব্যবহার বন্ধের আহ্বান জানাচ্ছি। একটি পরিচ্ছন্ন ও সবুজ ঝিনাইদহ গড়াই
আমাদের লক্ষ্য।এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারাও শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং
ভবিষ্যতে এমন কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
পরিচ্ছন্নতা এবং পলিথিনমুক্ত শহর গড়তে শুধু
প্রশাসন নয়, প্রয়োজন সকল নাগরিকের অংশগ্রহণ ও সচেতনতা। তরুণদের এমন উদ্যোগ নিঃসন্দেহে
আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।