হরিণাকুন্ডুতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ঝিনাইদহের হরিণাকুন্ডুতে

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা

হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতন মাধ্যমিক

বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সদস্য আব্দুল সালাম

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন,

সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, জালাল উদ্দিন, শহিদুল ইসলাম, কেসি কলেজ ছাত্রদলের যুগ্ম

আহ্বায়ক জীবন মিয়া এবং ছাত্রদল নেতা এনামুল হকসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বনজ, ফলজ ও ঔষধি গাছের

চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছ রোপণ করা হয়।

এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর গুরুত্ব ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি আব্দুল সালাম বলেন,গাছ আমাদের জীবনের অপরিহার্য

অংশ। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবেলায় সকলের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা।

নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই গাছপালার গুরুত্ব শেখাতে হবে, যেন তারা পরিবেশবান্ধব ও টেকসই সমাজ গড়ে তুলতে পারে।

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও

নিয়মিতভাবে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজনের দাবি জানান।

এ ধরনের সচেতনমূলক কার্যক্রম এলাকার পরিবেশ উন্নয়নে যেমন ভূমিকা রাখবে, তেমনি আগামী

প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *