ঝিনাইদহে ২ আগস্ট পর্দা উঠছে রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লিগের

বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহে আগামী ২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লীগ

২০২৫”। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের

আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে।

বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগের আনুষ্ঠানিক সূচনার

ঘোষণা দেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের লীগে জেলার বিভিন্ন উপজেলার ১০টি

ফুটবল ক্লাব বা একাডেমি অংশগ্রহণ করবে। লিগ পর্ব শেষে ২৯ অথবা ৩০ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ ও স্থানীয় পর্যায়ে

ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে এবারের আয়োজনটি আগের চেয়ে আরও সুশৃঙ্খল ও

আকর্ষণীয় করে তোলা হয়েছে। মাঠের খেলায় আধুনিক নিয়ম, রেফারিং এবং জবাবদিহিতার প্রতি গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু,

সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সংগ্রাম, নির্বাহী সদস্য নুরুদ্দিন পিকু, এ কে এম রেজাউল হাকিম

পিকুল ও হাসানুজ্জামান খোকো। এছাড়াও

রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং জেলা বিএনপির প্রচার সম্পাদক

প্রভাষক এম আক্তার মুকুল।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের হাতে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জার্সি ও ফুটবল তুলে দেওয়া হয়।

উল্লেখ্য,জেলা পর্যায়ে নিয়মিত এই ধরনের লিগ আয়োজনের মাধ্যমে ঝিনাইদহ থেকে জাতীয় ও

আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করার লক্ষ্যেই কাজ করছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।

আয়োজকরা আশাবাদী, এবারের আয়োজন ঝিনাইদহের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *