জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সংগীতাঙ্গন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

বাংলাদেশের সংগীত জগতের প্রিয় মুখ, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান-এর জন্মদিন আজ। ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর

উপজেলার মদনপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী।

মনির খান জন্মগ্রহণ করেন একটি ধর্মপ্রাণ ও

সংস্কৃতিমনা মুসলিম পরিবারে। শিক্ষাজীবনের সূচনা ঘটে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে

তিনি হাকিমপুর উচ্চ বিদ্যালয় এবং যশোর জেলার চৌগাছা উপজেলার নারায়নপুর বহরাম উদ্দীন উচ্চ

বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) পাশ করেন ১৯৮৭ সালে।
এরপর তিনি কোটচাঁদপুর ডিগ্রি কলেজ থেকে ১৯৯০ সালে ইন্টারমিডিয়েট এবং ১৯৯২ সালে ডিগ্রি পাশ করেন।

শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। ১৯৮৯ সালে খুলনা বেতার কেন্দ্র-এ আধুনিক

গানের তালিকাভুক্ত শিল্পী হিসেবে প্রথম অডিশন দিয়ে

উত্তীর্ণ হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে নিয়মিতভাবে গান পরিবেশন করেন।

মনির খানের সংগীত জীবন গঠনে বিশেষ অবদান রেখেছেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী ইউনুস

আলী মোল্লা। তাঁর তত্ত্বাবধানেই মনির খান একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে বিকশিত হন।

১৯৯৬ সালে মুক্তি পায় তাঁর প্রথম একক অ্যালবাম “তোমার কোনো দোষ নেই”, যা তৎকালীন সময়ের

শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

অ্যালবামটির নির্মাণে মিল্টন খন্দকার, কল্লোল

খন্দকারপাপন চৌধুরী-এর বিশেষ অবদান ছিল, যাঁদের প্রতি শিল্পী মনির খান আজও কৃতজ্ঞ।

দুইটি একক অ্যালবাম,৩০০-এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম,৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন (শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে)

বাংলাদেশের সংগীত অঙ্গনে দীর্ঘ প্রায় তিন দশকের

পথচলায় মনির খান নিজেকে একজন কালজয়ী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর জন্মদিনে প্রেসক্লাব,

ঝিনাইদহ-এর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

তার সুস্থ, সুন্দর এবং সংগীতে আরও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করছে সংগীতপ্রেমী দেশবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *