আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনে দুই বোনের নাম বারবার উঠে আসে গর্ব ও ভালোবাসায়—মৌসুমী ও ইরিনাজামান। রূপে-গুণে সমৃদ্ধ এই দুই বোন খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার সন্তান।
ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তারা। তাদের মা রবীন্দ্রসংগীত পরিবেশন
করতেন, যা থেকেই গানের প্রতি ভালোবাসা জন্ম নেয়।
দুই বোনই নিজেদের যোগ্যতায় বিনোদনজগতে দ্যুতি ছড়িয়েছেন।
মৌসুমী বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে
চলচ্চিত্রে অভিষেক ঘটে তার, যেখানে তার বিপরীতে ছিলেন সালমান শাহ।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অসংখ্য সুপারহিট চলচ্চিত্র উপহার দেওয়ার
পাশাপাশি তিনি প্রযোজক, পরিচালক এবং গায়িকা হিসেবেও কাজ করেছেন।
ইরিন জামান ছোটবোন হলেও নিজের যোগ্যতায় বিনোদন জগতে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
তিনি মূলত একজন গায়িকা হলেও চলচ্চিত্রেও
অভিনয় করেছেন। শাকিব খানের বিপরীতে ‘অনন্ত ভালোবাসা’ ছবিতে তার অভিষেক হয়, যেটি শাকিব খানের প্রথম ছবি।
ইরিন জামান বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সঙ্গীতচর্চা চালিয়ে যাচ্ছেন।
দুই বোনের মধ্যে গভীর স্নেহ ও বন্ধন রয়েছে। তারা শুধুমাত্র রক্তের বন্ধনে নয়, সংস্কৃতি ও শিল্পের
বন্ধনেও জড়িত। রূপ, কণ্ঠস্বর ও অভিনয়ের গুণে দুই বোনই দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তারা একসঙ্গে গানে, অভিনয়ে, এমনকি স্টেজ পারফরম্যান্সেও অংশ নিয়েছেন।