বিশেষ প্রতিনিধি,আবু সাইদ শওকত আলী:-
আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন
মনিরামপুর থানার ওসি মোঃ বাবলুর রহমান খান। বুধবার (৬ আগস্ট ২০২৫) সকালে যশোর জেলা
পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা স্মারক ও সনদপত্র ওসি বাবলুর রহমান
খানের হাতে তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ
সুপার, জেলার বিভিন্ন থানার ওসি, ডিএসবি
কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি বাবলুর রহমান খান মনিরামপুর থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-
ডাকাতি দমন, সামাজিক অপরাধ প্রতিরোধ ও থানার সেবামূলক কার্যক্রমে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে।
তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের প্রতি শালীন
আচরণ, দ্রুত মামলা রেজিস্ট্রেশন, তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতার পাশাপাশি থানাকে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করেছেন।
এছাড়া, রাজনৈতিক প্রভাবমুক্তভাবে অপরাধীদের আইনের আওতায় আনতে তিনি কার্যকর পদক্ষেপ
গ্রহণ করেছেন, যা সাধারণ মানুষের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করেছেন।
মনিরামপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি বাবলুর রহমান খানের এই অর্জনে গর্বিত। তাঁরা আশা প্রকাশ
করেছেন, তাঁর নেতৃত্বে উপজেলা আরও নিরাপদ ও শান্তিপূর্ণ থাকবে।একইসঙ্গে তাঁরা জেলা পুলিশ সুপার
রওনক জাহানকে ধন্যবাদ জানিয়েছেন একজন দক্ষ ও জনদরদী কর্মকর্তাকে সম্মানিত করার জন্য।
এক প্রতিক্রিয়ায় ওসি বাবলুর রহমান খান বলেন,এই সম্মান শুধু আমার একার নয়, মনিরামপুর থানার
প্রতিটি সদস্যের। জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে চাই সততা ও নিষ্ঠার সঙ্গে।