জীবননগর অফিস:-
জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিকের জন্মদিন আনন্দঘন
পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার (৯ জুলাই ) সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাব ভবনে কেক কেটে
এই জন্মদিন পালন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম
ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, আরটিভির দুবাই প্রতিনিধি এসএম শাফায়েত,
হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য ডিএম মতিয়ার রহমান, চাষী রমজান,
আল আমিন, জাহিদুল ইসলাম কাজল, ওমর ফারুক, আজিজুল ইসলাম, জাকির হোসেন লিটন,
অ্যাডভোকেট এ আর রাজ, হাসান ইমামসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মদিন উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফয়সাল মাহতাব
মানিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন
এবং সাংবাদিকতার মান উন্নয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।