আন্তর্জাতিক ডেস্ক:
মুম্বাইয়ে এক ৮০ বছর বয়সী বৃদ্ধ অনলাইন প্রেমের ফাঁদে পড়ে প্রায় ৯ কোটি রুপি হারিয়েছেন। দীর্ঘ দুই বছর ধরে চলা এই প্রতারণায় মোট ৭৩৪টি অনলাইন
লেনদেনের মাধ্যমে তার সমস্ত সঞ্চয় হাতিয়ে নেওয়া হয়।বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়,২০২৩ সালের এপ্রিল মাসে ‘শার্ভি’ নামের এক নারীর সাথে
ফেসবুকে ওই বৃদ্ধের প্রথম পরিচয় হয়। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়।
একপর্যায়ে ওই নারী সন্তানদের অসুস্থতার কথা বলে আর্থিক সাহায্যের জন্য চাপ দিতে থাকেন।
এরপর ‘কবিতা’, ‘দিনাজ’ ও ‘জেসমিন’ নামে আরও তিন নারী পালাক্রমে বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে
বিভিন্ন অজুহাতে অর্থ নেন। পুলিশের প্রাথমিক ধারণা, আসলে এই চারটি নামের আড়ালে একই ব্যক্তি প্রতারণা চালিয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ৮ কোটি ৭০ লাখ রুপি তারা হাতিয়ে নেয়।
সমস্ত সঞ্চয় শেষ হওয়ার পর বৃদ্ধ তার ছেলে ও পুত্রবধূর কাছ থেকেও টাকা ধার করে প্রতারকদের পাঠান।
সবশেষে টাকা হারানোর বিষয়টি বুঝতে পেরে চলতি বছরের ২২ জুলাই মুম্বাই সাইবার ক্রাইম ইউনিটে
লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।